
স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার নিশ্চয়তায় কুমিল্লা পিপলস্ হসপিটাল সর্বদা আপনার পাশে।
September 13, 2025
Operation: Toe to thumb transfer
এটি একটি মাইক্রোসার্জিক্যাল পদ্ধতি, যেখানে পায়ের আঙুল হাতের ক্ষতিগ্রস্ত বৃদ্ধাঙ্গুলে প্রতিস্থাপন করা হয়। এটি এমন একটি অস্ত্রোপচার যা হাতের কার্যকারিতা পুনরুদ্ধার করতে এবং আকৃতি উন্নত করতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন কেউ আঘাত বা জন্মগত কারণে বৃদ্ধাঙ্গুল বা হাতের অন্য কোনো আঙুল হারায়।
নিন্মোক্ত পেশেন্ট পূর্বে এক্সিডেন্ট এ তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলটি কেটে যায়। যা পরবর্তীতে জোড়া দেয়া সম্ভব হয় নাই। পেশেন্ট আমাদের কাছে আসলে অস্ত্রোপাচার এর মাধ্যমে বাম পায়ের দ্বিতীয় আঙুল টা বাম হাতের বৃদ্ধাঙ্গুল এর ক্ষতিগ্রস্ত অংশে প্রতিস্থাপন করা হয় এবং রক্তনালি ও স্নায়ুগুলোকে সঠিকভাবে সংযুক্ত করা হয়।
নিন্মে অস্ত্রপাচার এর পূর্বের এবং বর্তমান অবস্থার ছবি দেয়া হলো